Skip to main content

لِنُرْسِلَ عَلَيْهِمْ حِجَارَةً مِّنْ طِيْنٍۙ  ( الذاريات: ٣٣ )

That we may send down
لِنُرْسِلَ
যেন আমরা নিক্ষেপ করি
upon them
عَلَيْهِمْ
তাদের উপর
stones
حِجَارَةً
পাথর
of
مِّن
তৈরি
clay
طِينٍ
(পাকা) মাটির

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

যেন তাদের উপর মাটির পাথর বর্ষণ করি

English Sahih:

To send down upon them stones of clay,

1 Tafsir Ahsanul Bayaan

যাতে আমরা তাদের উপর মাটির শক্ত ঢেলা নিক্ষেপ করি।[১]

[১] নিক্ষেপ করার অর্থ সে কাঁকর দিয়ে তাদেরকে হত্যা করা। এই কাঁকরগুলো না ছিল খাঁটি পাথরের, আর না ছিল শিলাবৃষ্টি। বরং এগুলি ছিল পোড়া মাটির তৈরী।