Skip to main content

وَكُلُّ صَغِيْرٍ وَّكَبِيْرٍ مُّسْتَطَرٌ   ( القمر: ٥٣ )

And every
وَكُلُّ
এবং প্রত্যেক
small
صَغِيرٍ
ছোট
and big
وَكَبِيرٍ
ও বড় (কথা)
(is) written down
مُّسْتَطَرٌ
লিখিত (আছে)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

ছোট আর বড় সবই আছে লিপিবদ্ধ।

English Sahih:

And every small and great [thing] is inscribed.

1 Tafsir Ahsanul Bayaan

আছে ক্ষুদ্র ও বৃহৎ সবকিছুই লিপিবদ্ধ; [১]

[১] অর্থাৎ, সৃষ্টির সমস্ত আমল এবং কথা ও কাজ লিপিবদ্ধ আছে। তাতে তা ছোট হোক বা বড়, তুচ্ছ হোক অথবা সুউচ্চ। দুর্ভাগ্যজনদের আলোচনার পর এবারে সৌভাগ্যবানদের আলোচনা করা হচ্ছে।