حُوْرٌ مَّقْصُوْرٰتٌ فِى الْخِيَامِۚ ( الرحمن: ٧٢ )
Fair ones
حُورٌ
হুর সমূহ (থাকবে)
restrained
مَّقْصُورَٰتٌ
সুরক্ষিতা
in
فِى
মধ্যে
the pavilions
ٱلْخِيَامِ
তাঁবু সমূহের
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
(সুসজ্জিত) প্যাভিলিয়নে সুরক্ষিত থাকবে সুলোচনা সুন্দরীরা।
English Sahih:
Fair ones reserved in pavilions.
1 Tafsir Ahsanul Bayaan
তারা তাঁবুতে সুরক্ষিত হুর।[১]
[১] হাদীসে নবী করীম (সাঃ) বলেছেন, "জান্নাতে মোতির তাঁবু হবে। তার প্রস্থ হবে ৬০ মাইল। তার প্রতি কোণে থাকবে জান্নাতীর (সুন্দরী) স্ত্রী। যাকে অপর কোণের লোকেরা দেখতে পাবে না। মু'মিন তাতে বিচরণ করবে।" (বুখারীঃ সৃষ্টির সূচনা অধ্যায়, মুসলিমঃ জান্নাত অধ্যায়)