Skip to main content

حُوْرٌ مَّقْصُوْرٰتٌ فِى الْخِيَامِۚ   ( الرحمن: ٧٢ )

ḥūrun
حُورٌ
Fair ones
হুর সমূহ (থাকবে)
maqṣūrātun
مَّقْصُورَٰتٌ
restrained
সুরক্ষিতা
فِى
in
মধ্যে
l-khiyāmi
ٱلْخِيَامِ
the pavilions
তাঁবু সমূহের

Hoorum maqsooraatun fil khiyaam (ar-Raḥmān ৫৫:৭২)

English Sahih:

Fair ones reserved in pavilions. (Ar-Rahman [55] : 72)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

(সুসজ্জিত) প্যাভিলিয়নে সুরক্ষিত থাকবে সুলোচনা সুন্দরীরা। (আর রহমান [৫৫] : ৭২)

1 Tafsir Ahsanul Bayaan

তারা তাঁবুতে সুরক্ষিত হুর।[১]

[১] হাদীসে নবী করীম (সাঃ) বলেছেন, "জান্নাতে মোতির তাঁবু হবে। তার প্রস্থ হবে ৬০ মাইল। তার প্রতি কোণে থাকবে জান্নাতীর (সুন্দরী) স্ত্রী। যাকে অপর কোণের লোকেরা দেখতে পাবে না। মু'মিন তাতে বিচরণ করবে।" (বুখারীঃ সৃষ্টির সূচনা অধ্যায়, মুসলিমঃ জান্নাত অধ্যায়)