Skip to main content

আল ওয়াক্বিয়া শ্লোক ১০

وَالسّٰبِقُوْنَ السّٰبِقُوْنَۙ   ( الواقعة: ١٠ )

And the foremost
وَٱلسَّٰبِقُونَ
এবং অগ্রবর্তীরা (তো)
(are) the foremost
ٱلسَّٰبِقُونَ
অগ্রবর্তীই

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আর (ঈমানে) অগ্রবর্তীরা তো (পরকালেও) অগ্রবর্তী,

English Sahih:

And the forerunners, the forerunners.

1 Tafsir Ahsanul Bayaan

আর অগ্রবর্তিগণ তো অগ্রবর্তী। [১]

[১] এঁরা হলেন বিশিষ্ট ঈমানদারগণ। আর এটা হল ঈমানদারদের তৃতীয় প্রকার, যারা ছিলেন ঈমান গ্রহণ করার ব্যাপারে অগ্রবর্তী এবং যাবতীয় নেকীর কাজে আগে বেড়ে অংশ গ্রহণকারী। মহান আল্লাহ তাঁদেরকে বিশেষ নৈকট্য দানে ধন্য করবেন। বাক্যটির শব্দবিন্যাস ঠিক এইরূপ, যেরূপ বলা হয়, তুমি তো তুমি, আর যায়দ তো যায়দ। এতে যায়দের মাহাত্ম্য ও গুরুত্ব অধিকহারে প্রকাশ করা উদ্দেশ্য হয়।