Skip to main content

আল হাক্বক্বাহ শ্লোক ১৩

فَاِذَا نُفِخَ فِى الصُّوْرِ نَفْخَةٌ وَّاحِدَةٌ ۙ  ( الحاقة: ١٣ )

Then when
فَإِذَا
যখন অতঃপর
is blown
نُفِخَ
ফুক দেয়া হবে
in
فِى
মধ্যে
the trumpet -
ٱلصُّورِ
শিঙ্গায়
a blast
نَفْخَةٌ
ফুক
single
وَٰحِدَةٌ
একবার

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

অতঃপর যখন সিঙ্গায় ফুঁৎকার দেয়া হবে- মাত্র একটি ফুঁৎকার।

English Sahih:

Then when the Horn is blown with one blast

1 Tafsir Ahsanul Bayaan

যখন শিংগায় ফুৎকার দেওয়া হবে একটি মাত্র ফুৎকার। [১]

[১] মিথ্যাবাদীদের পরিণাম উল্লেখ করার পর এখন বলা হচ্ছে যে, এই (الْحَاقَّةُ) 'অবশ্যম্ভাবী ঘটনা' (কিয়ামত) কিভাবে সংঘটিত হবে। ইস্রাফীল (আঃ)-এর এক ফুৎকারে তা সংঘটিত হয়ে যাবে।