اِنَّهٗ فَكَّرَ وَقَدَّرَۙ ( المدثر: ١٨ )
innahu
إِنَّهُۥ
Indeed he
সে নিশ্চয়ই
fakkara
فَكَّرَ
thought
চিন্তা করল
waqaddara
وَقَدَّرَ
and plotted
এবং সে সিদ্ধান্ত নিল
Innahoo fakkara wa qaddar (al-Muddathir ৭৪:১৮)
English Sahih:
Indeed, he thought and deliberated. (Al-Muddaththir [74] : 18)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
সে চিন্তা ভাবনা করল এবং সিদ্ধান্ত নিল, (আল মুদ্দাসসির [৭৪] : ১৮)
1 Tafsir Ahsanul Bayaan
সে তো চিন্তা করল এবং সিদ্ধান্ত করল। [১]
[১] অর্থাৎ, কুরআন এবং নবী (সাঃ)-এর বার্তা শুনে সে এ ব্যাপারে চিন্তা-ভাবনা করল যে, আমি এর উত্তর কি দেব? আর মনে মনে সে উত্তর প্রস্তুত করল।