Skip to main content

فَالْعٰصِفٰتِ عَصْفًاۙ  ( المرسلات: ٢ )

And the winds that blow
فَٱلْعَٰصِفَٰتِ
অতঃপর ঝটিকার
violently
عَصْفًا
প্রলংকরী

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

অতঃপর তা প্রচন্ড ঝড়ের বেগে বইতে থাকে,

English Sahih:

And the winds that blow violently

1 Tafsir Ahsanul Bayaan

আর প্রলয়ঙ্করী ঝটিকার, [১]

[১] অথবা সেই ফিরিশতাদেরকে বুঝানো হয়েছে, যাদেরকে কোন কোন সময় ঝড়ের আযাবের সাথে প্রেরণ করা হয়।