Skip to main content

সূরা আল মুরসালাত শ্লোক 32

إِنَّهَا
তা নিশ্চয়
تَرْمِى
নিক্ষেপ করবে
بِشَرَرٍ
স্কুলিংগকে
كَٱلْقَصْرِ
প্রাসাদের ন্যায়

তাফসীর তাইসীরুল কুরআন:

সে আগুন প্রাসাদের ন্যায় (বিশাল) স্ফুলিঙ্গ উৎক্ষেপ করবে,

1 আহসানুল বায়ান | Tafsir Ahsanul Bayaan

এটা উৎক্ষেপ করবে বৃহৎ স্ফুলিঙ্গ অট্টালিকা তুল্য। [১]

[১] এর আর একটা তর্জমা হল যে, এটা উৎক্ষেপ করবে বৃহৎ স্ফুলিঙ্গ গাছের গুঁড়ির মত।

2 আবু বকর মুহাম্মাদ যাকারিয়া | Tafsir Abu Bakr Zakaria

নিশ্চয় জাহান্নাম উৎক্ষেপন করবে বৃহৎ স্ফুলিংগ অট্টালিকাতুল্য,

3 আল-বায়ান ফাউন্ডেশন | Tafsir Bayaan Foundation

নিশ্চয় তা (জাহান্নাম) ছড়াবে প্রাসাদসম স্ফুলিঙ্গ।

4 মুহিউদ্দীন খান | Muhiuddin Khan

এটা অট্টালিকা সদৃশ বৃহৎ স্ফুলিংগ নিক্ষেপ করবে।

5 জহুরুল হক | Zohurul Hoque

''নিঃসন্দেহ এটি স্ফুলিঙ্গ তোলে অট্টালিকার আকারে,