আন-নযিআ'ত শ্লোক ১৩ArabicBangla/BengaliDeutsch/GermanEnglishHindiIndonesiaRussianTamilTürkçeUrduفَاِنَّمَا هِيَ زَجْرَةٌ وَّاحِدَةٌۙ ( النازعات: ١٣ )Then onlyفَإِنَّمَاপ্রকৃতপক্ষেitهِىَতা(will be) a shoutزَجْرَةٌবিকট আওয়াজsingleوَٰحِدَةٌএকটি মাত্রতাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):Ads by Muslim Ad Networkওটা তো কেবল একটা বিকট আওয়াজ,English Sahih:Indeed, it will be but one shout, Collapse1 Tafsir Ahsanul Bayaanএটা তো এক মহাগর্জন মাত্র।2 Tafsir Abu Bakr Zakariaএ তো শুধু এক বিকট আওয়াজ [১] , [১] অর্থাৎ আল্লাহ্র জন্য এটা কোন কঠিন কাজ নয়। এ কাজটি করতে তাঁকে কোন বড় রকমের প্রস্তুতি নিতে হবে না। এর জন্য শুধুমাত্র একটি ধমক বা আওয়াজই যথেষ্ট। এরপরই তোমরা সমতল ময়দানে আবির্ভূত হবে। [ইবন কাসীর]3 Tafsir Bayaan Foundationআর ওটা তো কেবল এক বিকট আওয়াজ।4 Muhiuddin Khanঅতএব, এটা তো কেবল এক মহা-নাদ,5 Zohurul Hoqueকিন্ত এটি নিশ্চয়ই হবে একটি মহাগর্জন,
2 Tafsir Abu Bakr Zakariaএ তো শুধু এক বিকট আওয়াজ [১] , [১] অর্থাৎ আল্লাহ্র জন্য এটা কোন কঠিন কাজ নয়। এ কাজটি করতে তাঁকে কোন বড় রকমের প্রস্তুতি নিতে হবে না। এর জন্য শুধুমাত্র একটি ধমক বা আওয়াজই যথেষ্ট। এরপরই তোমরা সমতল ময়দানে আবির্ভূত হবে। [ইবন কাসীর]