Skip to main content

يَسْـَٔلُوْنَكَ عَنِ السَّاعَةِ اَيَّانَ مُرْسٰىهَاۗ  ( النازعات: ٤٢ )

They ask you
يَسْـَٔلُونَكَ
তারা তোমাকে জিজ্ঞাসা করে
about
عَنِ
সম্পর্কে
the Hour
ٱلسَّاعَةِ
কিয়ামত
when
أَيَّانَ
কখন
(is) its arrival?
مُرْسَىٰهَا
তা ঘটবে

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

এরা তোমাকে জিজ্ঞেস করে ক্বিয়ামত সম্পর্কে- ‘কখন তা ঘটবে?’

English Sahih:

They ask you, [O Muhammad], about the Hour: when is its arrival?

1 Tafsir Ahsanul Bayaan

তারা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, তা কখন সংঘটিত হবে? [১]

[১] مرساها অর্থাৎ তার নঙ্গর ফেলার সময়। তার মানে কিয়ামত কখন বা কবে ঘটবে? যেমন, নৌকা নিজের শেষ গন্তব্যস্থলে পৌঁছে নঙ্গর ফেলে; সেইরূপ কিয়ামত সংঘটিত হওয়ার সঠিক সময় কি?