فَمَنْ شَاۤءَ ذَكَرَهٗ ۘ ( عبس: ١٢ )
So whosoever
فَمَن
অতএব যে
wills
شَآءَ
চায়
may remember it
ذَكَرَهُۥ
(তা স্মরণ করবে) তা গ্রহণ করবে
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
কাজেই যার ইচ্ছে তা স্মরণে রাখবে,
English Sahih:
So whoever wills may remember it.
1 Tafsir Ahsanul Bayaan
যে ইচ্ছা করবে সে তা স্মরণ রাখবে (ও উপদেশ গ্রহণ করবে)।[১]
[১] অর্থাৎ, যে ব্যক্তি তাতে আগ্রহ রাখে সে যেন তা হতে উপদেশ গ্রহণ করে। তাকে মুখস্থ করে এবং তার প্রতি আমল করে। আর যে তা হতে মুখ ফিরিয়ে নেয় এবং অমনোযোগিতা দেখায় - যেমন কুরাইশদের মর্যাদাবানরা করেছিল - তো তাদের ব্যাপারে চিন্তা করার প্রয়োজন নেই।