[As] enjoyment [i.e., provision] for you and your grazing livestock.
1 Tafsir Ahsanul Bayaan
এটা তোমাদের ও তোমাদের পশুদের উপভোগের জন্য।
2 Tafsir Abu Bakr Zakaria
এগুলো তোমাদের ও তোমাদের চতুস্পদ জন্তুদের ভোগের জন্য [১]।
[১] অর্থাৎ কেবল তোমাদের জন্যই নয়, তোমাদের যেসব গবাদি-গৃহপালিত পশু রয়েছে, তাদের জন্যও। এসব নেয়ামতের দিকে দৃষ্টিপাত করলে মহান আল্লাহ্র ইবাদত, তার প্রতি শুকরিয়া আদায় করা ও তার নির্দেশাবলি মেনে চলার প্রয়োজনীয়তা ফুটে ওঠে।
3 Tafsir Bayaan Foundation
তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুগুলোর জীবনোপকরণস্বরূপ।
4 Muhiuddin Khan
তোমাদেরও তোমাদের চতুস্পদ জন্তুদের উপাকারার্থে।
5 Zohurul Hoque
তোমাদের জন্য খাদ্যভান্ডার ও তোমাদের গবাদি-পশুর জন্যেও।