Or be reminded and the remembrance would benefit him?
1 Tafsir Ahsanul Bayaan
অথবা উপদেশ গ্রহণ করত, ফলে তা তার উপকারে আসত।
2 Tafsir Abu Bakr Zakaria
অথবা উপদেশ গ্ৰহণ করত, ফলে সে উপদেশ তার উপকারে আসত [১]।
[১] অর্থাৎ আপনি কি জানেন এই সাহাবী যা জিজ্ঞেস করেছিল তা তাকে শিক্ষা দিলে সে তা দ্বারা পরিশুদ্ধ হতে পারত কিংবা কমপক্ষে আল্লাহ্ তা‘আলাকে স্মরণ করে উপকার লাভ করতে পারত। [দেখুন, মুয়াসসার; সা‘দী]
3 Tafsir Bayaan Foundation
অথবা উপদেশ গ্রহণ করত, ফলে সে উপদেশ তার উপকারে আসত।
4 Muhiuddin Khan
অথবা উপদেশ গ্রহণ করতো এবং উপদেশ তার উপকার হত।
5 Zohurul Hoque
অথবা সে মনোনিবেশ করত, ফলে স্মারকবাণী তার উপকারে আসত?