Skip to main content

وَاِذَا الْعِشَارُ عُطِّلَتْۖ  ( التكوير: ٤ )

And when
وَإِذَا
এবং যখন
the full-term she-camels
ٱلْعِشَارُ
পূর্ণ গর্ভবতী উট
(are) left untended;
عُطِّلَتْ
উপেক্ষিত হবে

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

যখন দশ মাসের গর্ভবতী উটনিগুলোকে অযত্নে পরিত্যাগ করা হবে,

English Sahih:

And when full-term she-camels are neglected .

1 Tafsir Ahsanul Bayaan

যখন পূর্ণ-গর্ভা উষ্ট্রী উপেক্ষিতা হবে, [১]

[১] عشار শব্দটি হল عشراء এর বহুবচন। অর্থাৎ, এমন গাভীন উট যার দশ মাস পূর্ণ হয়ে গেছে। এমন উট সে যুগে আরববাসীদের নিকট খুবই প্রিয় এবং মূল্যবান ছিল। যখন কিয়ামত সংঘটিত হবে তখন এমন ভয়ানক দৃশ্য হবে যে, যদি কারো কাছে এ ধরনের মূল্যবান উটও থাকে তবুও সে তখন তারও পরোয়া করবে না।