Skip to main content

وَّاِنَّ الْفُجَّارَ لَفِيْ جَحِيْمٍ  ( الإنفطار: ١٤ )

And indeed
وَإِنَّ
এবং নিশ্চয়ই
the wicked
ٱلْفُجَّارَ
পাপাচারীরা
(will be) surely in
لَفِى
অবশ্যই মধ্যে (যাবে)
Hellfire
جَحِيمٍ
দোজখের

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আর পাপীরা থাকবে জাহান্নামে,

English Sahih:

And indeed, the wicked will be in Hellfire.

1 Tafsir Ahsanul Bayaan

এবং পাপাচারীরা থাকবে (জাহীম) জাহান্নামে; [১]

[১] যেমন, অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, "একদল জান্নাতে এবং একদল জাহান্নামে প্রবেশ করবে।" (সূরা শূরা ৪২;৭ নং আয়াত)