عَلَى الْاَرَاۤىِٕكِ يَنْظُرُوْنَۗ ( المطففين: ٣٥ )
the thrones
ٱلْأَرَآئِكِ
সুসজ্জিত আসন সমূহের (বসে)
observing
يَنظُرُونَ
তারা দেখবে
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
উচ্চ আসনে বসে তাদের অবস্থা দেখছে।
English Sahih:
On adorned couches, observing.
1 Tafsir Ahsanul Bayaan
সুসজ্জিত আসনে বসে তারা দেখতে থাকবে।
2 Tafsir Abu Bakr Zakaria
সুসজ্জিত আসনে বসে তারা দেখতে থাকবে।
3 Tafsir Bayaan Foundation
উচ্চ আসনে বসে তারা দেখতে থাকবে।
4 Muhiuddin Khan
সিংহাসনে বসে, তাদেরকে অবলোকন করছে,
5 Zohurul Hoque
উঁচু আসনে চেয়ে চেয়ে দেখবে।
- القرآن الكريم - المطففين٨٣ :٣٥
Al-Mutaffifin 83:35