عَلَى
উপর
ٱلْأَرَآئِكِ
সুসজ্জিত আসন সমূহের (বসে)
يَنظُرُونَ
তারা দেখবে
তাফসীর তাইসীরুল কুরআন:
উচ্চ আসনে বসে তাদের অবস্থা দেখছে।
1 আহসানুল বায়ান | Tafsir Ahsanul Bayaan
সুসজ্জিত আসনে বসে তারা দেখতে থাকবে।
2 আবু বকর মুহাম্মাদ যাকারিয়া | Tafsir Abu Bakr Zakaria
সুসজ্জিত আসনে বসে তারা দেখতে থাকবে।
3 আল-বায়ান ফাউন্ডেশন | Tafsir Bayaan Foundation
উচ্চ আসনে বসে তারা দেখতে থাকবে।
4 মুহিউদ্দীন খান | Muhiuddin Khan
সিংহাসনে বসে, তাদেরকে অবলোকন করছে,
5 জহুরুল হক | Zohurul Hoque
উঁচু আসনে চেয়ে চেয়ে দেখবে।