Skip to main content

আল ইনশিক্বাক্ব শ্লোক ৫

وَاَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْۗ   ( الإنشقاق: ٥ )

And has listened
وَأَذِنَتْ
এবং সে নির্দেশ পালন করবে
to its Lord
لِرَبِّهَا
তার রবের
and was obligated
وَحُقَّتْ
এবং এটাই তার জন্য করণীয়

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

এবং স্বীয় রব-এর নির্দেশ পালন করবে আর তাই তার করণীয়।

English Sahih:

And has listened [i.e., responded] to its Lord and was obligated [to do so] –

1 Tafsir Ahsanul Bayaan

এবং তার প্রতিপালকের আদেশে কর্ণপাত করবে।[১] আর এটিই তার কর্তব্য।

[১] অর্থাৎ, তাকে বের করে এবং খালি করে দেওয়ার যে আদেশ করা হবে, তা সে শ্রবণ ও পালন করবে।