وَالسَّمَاۤءِ ذَاتِ الرَّجْعِۙ ( الطارق: ١١ )
By the sky
وَٱلسَّمَآءِ
শপথ আকাশের
which
ذَاتِ
ধারণকারী
returns
ٱلرَّجْعِ
বৃষ্টির
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
ঘুরে ঘুরে আসা বৃষ্টিবাহী আকাশের শপথ,
English Sahih:
By the sky which sends back
1 Tafsir Ahsanul Bayaan
শপথ বারবার বর্ষণশীল আকাশের। [১]
[১] رجع এর আভিধানিক অর্থ হল ফিরে আসা। বৃষ্টিও বারবার এবং ফিরে ফিরে আসে বলে তার জন্য رجع শব্দ প্রয়োগ করা হয়েছে। কোন কোন উলামাগণ বলেন যে, মেঘ (সূর্যের তাপে) সমুদ্রের পানি থেকে সৃষ্টি হয় অতঃপর পুনরায় সেই পানি (সমুদ্র ও) পৃথিবীতে ফিরে আসে। এই জন্য বৃষ্টিকে رجع বলা হয়েছে। আরবরা পুনর্বার বৃষ্টির আশায় আশাবাদী হয়ে বৃষ্টিকে رجع বলত; যাতে বারবার বর্ষণ হতে থাকে। (ফাতহুল ক্বাদীর)