يَّخْرُجُ مِنْۢ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَاۤىِٕبِۗ ( الطارق: ٧ )
Coming forth
يَخْرُجُ
যা বের হয়
from
مِنۢ
থেকে
between
بَيْنِ
মাঝ
the backbone
ٱلصُّلْبِ
মেরুদণ্ড
and the ribs
وَٱلتَّرَآئِبِ
ও বক্ষপিঞ্জরের
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
যা বের হয় শিরদাঁড়া ও পাঁজরের মাঝখান থেকে।
English Sahih:
Emerging from between the backbone and the ribs.
1 Tafsir Ahsanul Bayaan
এটা নির্গত হয় মেরুদন্ড ও পঞ্জরাস্থির মধ্য হতে, [১]
[১] বলা হয় যে, পুরুষের পৃষ্ঠদেশ ও নারীর বক্ষস্থল থেকে নির্গত উভয়ের পানি হতে মানুষের সৃষ্টি হয়। কিন্তু উভয় শ্রেণীর পানিকে একই পানি এই জন্য বলা হয়েছে যে, উভয়ের পানি মিলে এক হয়ে যায় তাই। ترائب শব্দটি হল تريبة এর বহুবচন। আর তা হল, বুকের সেই অংশ, যে অংশে গলার হার পরিধান করা হয়।