Skip to main content

فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍۖ  ( الفجر: ١٣ )

So poured
فَصَبَّ
তারপর আঘাত করলেন
on them
عَلَيْهِمْ
তাদের উপর
your Lord
رَبُّكَ
তোমার রব
scourge
سَوْطَ
চাবুকের
(of) punishment
عَذَابٍ
শাস্তির

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

অতঃপর তোমার প্রতিপালক তাদের উপর শাস্তির চাবুক হানলেন

English Sahih:

So your Lord poured upon them a scourge of punishment.

1 Tafsir Ahsanul Bayaan

ফলে তোমার প্রতিপালক তাদের উপর শাস্তির চাবুক হানলেন।[১]

[১] অর্থাৎ, তাদের উপর আকাশ হতে তাঁর আযাব অবতীর্ণ করে তাদেরকে ধ্বংস করলেন অথবা তাদেরকে উপদেশমূলক পরিণাম প্রদর্শন করলেন।