Skip to main content

يَقُوْلُ يٰلَيْتَنِيْ قَدَّمْتُ لِحَيَاتِيْۚ  ( الفجر: ٢٤ )

He will say
يَقُولُ
সে বলবে
"O! I wish!
يَٰلَيْتَنِى
"হায় আমার আফসোস
I had sent forth
قَدَّمْتُ
আমি আগে পাঠাতাম (যদি)
for my life"
لِحَيَاتِى
আমার এ জীবনের জন্য (কিছু নেকী)"

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

সে বলবে, ‘হায়! আমার (এখনকার) জীবনের জন্য যদি আমি (সৎকর্ম) আগে পাঠাতাম!

English Sahih:

He will say, "Oh, I wish I had sent ahead [some good] for my life."

1 Tafsir Ahsanul Bayaan

সে বলবে, ‘হায়! আমার এ জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠাতাম!’ [১]

[১] এই বলে আফসোস ও আক্ষেপ উক্ত লজ্জা ও লাঞ্ছনারই অংশবিশেষ। কিন্তু সেদিন তা কোন উপকারে আসবে না।