Skip to main content

وَالَّيْلِ اِذَا يَسْرِۚ  ( الفجر: ٤ )

And the night
وَٱلَّيْلِ
শপথ রাতের
when
إِذَا
যখন
it passes
يَسْرِ
তা যেতে থাকে

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আর রাতের শপথ যখন তা গত হতে থাকে,

English Sahih:

And [by] the night when it passes,

1 Tafsir Ahsanul Bayaan

এবং শপথ রাত্রির, যখন তা গত হতে থাকে। [১]

[১] অর্থাৎ, রাত যখন আগত হয় এবং যখন বিদায় নেয়। কেননা, سَير (চলা) শব্দটি আসা যাওয়া উভয় অর্থে ব্যবহার হয়ে থাকে।