Skip to main content

خٰلِدِيْنَ فِيْهَآ اَبَدًا ۗاِنَّ اللّٰهَ عِنْدَهٗٓ اَجْرٌ عَظِيْمٌ   ( التوبة: ٢٢ )

(They will) abide
خَٰلِدِينَ
তারা চিরস্থায়ী হবে
in it
فِيهَآ
মধ্যে তার
forever
أَبَدًاۚ
অনাগতকাল (পর্যন্ত)
Indeed
إِنَّ
নিশ্চয়ই
Allah -
ٱللَّهَ
আল্লাহর
with Him
عِندَهُۥٓ
কাছে (আছে) তাঁর
(is) a reward
أَجْرٌ
পুরস্কার
great
عَظِيمٌ
বিরাট

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

যেখানে তারা চিরদিন থাকবে। আল্লাহর কাছেই তো রয়েছে মহাপুরস্কার।

English Sahih:

[They will be] abiding therein forever. Indeed, Allah has with Him a great reward.

1 Tafsir Ahsanul Bayaan

সেখানে তারা চিরস্থায়ী হবে। নিশ্চয়ই আল্লাহর নিকটে আছে মহাপ্রতিদান। [১]

[১] এই সব আয়াতে সেই ঈমানদারদের ফযীলত ও মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে, যাঁরা হিজরত করেছেন এবং জান-মাল দিয়ে জিহাদে অংশগ্রহণ করেছেন। আল্লাহর নিকটে তাঁদের মর্যাদা সবার উচ্চে এবং তাঁরাই সফলকাম মানুষ। তাঁরাই আল্লাহর রহমত ও তাঁর সন্তুষ্টি এবং চিরস্থায়ী নিয়ামতের হকদার। তারা এর হকদার নয়, যারা নিজেদের মুখে সরল সাজে এবং নিজেদের বাপ-দাদাদের তরীকাকেই আল্লাহর প্রতি ঈমানের তুলনায় শ্রেয় ও প্রিয় মনে করে।