Skip to main content

وَصَدَّقَ بِالْحُسْنٰىۙ  ( الليل: ٦ )

waṣaddaqa
وَصَدَّقَ
And believes
এবং সত্য মানলো
bil-ḥus'nā
بِٱلْحُسْنَىٰ
in the best
উত্তমকে (ইসলামকে)

Wa saddaqa bil husnaa (al-Layl ৯২:৬)

English Sahih:

And believes in the best [reward], (Al-Layl [92] : 6)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

এবং উত্তম বিষয়কে সত্য মনে করে, (আল লায়ল [৯২] : ৬)

1 Tafsir Ahsanul Bayaan

এবং সৎ বিষয়কে সত্য জ্ঞান করে। [১]

[১] অথবা উত্তম প্রতিদানকে সত্যজ্ঞান করে। অর্থাৎ, এ কথায় বিশ্বাস রাখে যে, দান করা এবং আল্লাহকে ভয় করার উত্তম প্রতিদান পাওয়া যাবে তাঁর কাছে।