وَالَّيْلِ اِذَا سَجٰىۙ ( الضحى: ٢ )
And the night
وَٱلَّيْلِ
শপথ রাতের
when
إِذَا
যখন
it covers with darkness
سَجَىٰ
নিঝুম হয়
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
রাতের শপথ যখন তা হয় শান্ত-নিঝুম,
English Sahih:
And [by] the night when it covers with darkness,
1 Tafsir Ahsanul Bayaan
শপথ রাত্রির; যখন তা সমাচ্ছন্ন করে ফেলে। [১]
[১] سَجَى শব্দের অর্থ হল নিঝুম হওয়া। অর্থাৎ, যখন রাত্রি নিঝুম হয়ে যায় এবং তার অন্ধকার পূর্ণরূপে ছেয়ে যায়। যেহেতু তখনই প্রত্যেক জীব স্থির ও শান্ত হয়ে যায়।