Skip to main content

আল মু'মিনূন শ্লোক ১০২

فَمَنْ ثَقُلَتْ مَوَازِيْنُهٗ فَاُولٰۤىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ   ( المؤمنون: ١٠٢ )

Then (the one) whose
فَمَن
অতঃপর যার
(are) heavy
ثَقُلَتْ
ভারী হবে
his scales
مَوَٰزِينُهُۥ
তার পাল্লা
then those -
فَأُو۟لَٰٓئِكَ
তখন ঐসবলোক
they
هُمُ
তারাই
(are) the successful
ٱلْمُفْلِحُونَ
সফলকাম (হবে)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

যাদের (সৎ কাজের) পাল্লা ভারী হবে তারাই হবে সফলকাম।

English Sahih:

And those whose scales are heavy [with good deeds] – it is they who are the successful.

1 Tafsir Ahsanul Bayaan

সুতরাং যাদের পাল্লা ভারী হবে, তারাই হবে সফলকাম।