Skip to main content

كَذَّبَتْ قَوْمُ نُوْحِ ِۨالْمُرْسَلِيْنَ ۚ   ( الشعراء: ١٠٥ )

Denied
كَذَّبَتْ
মিথ্যারোপ করেছিলো
(the) people
قَوْمُ
জাতি
(of) Nuh
نُوحٍ
নূহের
the Messengers
ٱلْمُرْسَلِينَ
রাসূলদেরকে

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

নূহের কওম রসুলগণকে মিথ্যে ব’লে প্রত্যাখান করেছিল।

English Sahih:

The people of Noah denied the messengers.

1 Tafsir Ahsanul Bayaan

নূহের সম্প্রদায় রসূলগণকে মিথ্যা মনে করেছিল। [১]

[১] নূহ (আঃ)-এর জাতি যদিও শুধুমাত্র নূহ (আঃ)-কেই মিথ্যাবাদী মনে করেছিল, কিন্তু একজন নবীকে মিথ্যা ভাবা সকল নবীকে মিথ্যা ভাবার সমান। সেই জন্যই বলা হয়েছে নূহের সম্প্রদায় রসূলগণকে মিথ্যা মনে করেছিল।