اَتَأْتُوْنَ الذُّكْرَانَ مِنَ الْعٰلَمِيْنَ ۙ ( الشعراء: ١٦٥ )
Do you approach
أَتَأْتُونَ
কি তোমরা উপগত হও
the males
ٱلذُّكْرَانَ
পুরুষদের (নিকট)
the worlds
ٱلْعَٰلَمِينَ
বিশ্বজগতের
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
জগতের সকল প্রাণীর মধ্যে তোমরাই কি পুরুষদের সঙ্গে উপগত হও,
English Sahih:
Do you approach males among the worlds
1 Tafsir Ahsanul Bayaan
মানুষের মধ্যে তোমরা তো কেবল পুরুষদের সাথেই কুকর্ম কর
2 Tafsir Abu Bakr Zakaria
‘সৃষ্টিকুলের মধ্যে তো তোমরাই কি পুরুষের সাথে উপগত হও?
3 Tafsir Bayaan Foundation
‘সৃষ্টিকুলের মধ্যে তোমরা কি কেবল পুরুষদের সাথে উপগত হও’?
4 Muhiuddin Khan
সারা জাহানের মানুষের মধ্যে তোমরাই কি পুরূষদের সাথে কুকর্ম কর?
5 Zohurul Hoque
''তোমরা কি মানুষজাতীর মধ্যে পুরুষদের কাছেই এসে থাক,
- القرآن الكريم - الشعراء٢٦ :١٦٥
Asy-Syu'ara' 26:165