Skip to main content

وَاغْفِرْ لِاَبِيْٓ اِنَّهٗ كَانَ مِنَ الضَّاۤلِّيْنَ ۙ   ( الشعراء: ٨٦ )

And forgive
وَٱغْفِرْ
এবং ক্ষমা করো
my father
لِأَبِىٓ
আমার পিতাকে
Indeed he
إِنَّهُۥ
নিশ্চয়ই তিনি
is
كَانَ
ছিলেন
of
مِنَ
অর্ন্তভূক্ত
those astray
ٱلضَّآلِّينَ
পথভ্রষ্ঠদের

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আর তুমি আমার পিতাকে ক্ষমা কর, তিনি তো গুমরাহদের অর্ন্তভুক্ত।

English Sahih:

And forgive my father. Indeed, he has been of those astray.

1 Tafsir Ahsanul Bayaan

আর আমার পিতাকে ক্ষমা কর, সে তো একজন পথভ্রষ্ট। [১]

[১] এই দু'আ ঐ সময়কার যখন তাঁর নিকট স্পষ্ট ছিল না যে, মুশরিক (আল্লাহর শত্রু)-দের জন্য ক্ষমা প্রার্থনা করা বৈধ নয়। অতঃপর যখন মহান আল্লাহ একথা পরিষ্কার করে দিলেন, তখন তিনি নিজ পিতা হতে সম্পূর্ণরূপে পৃথক হয়ে গেলেন। (সূরা তাওবাহ ৯;১১৪ আয়াত)