Skip to main content

بَلِ اللّٰهُ مَوْلٰىكُمْ ۚ وَهُوَ خَيْرُ النّٰصِرِيْنَ   ( آل عمران: ١٥٠ )

Nay
بَلِ
বরং
Allah
ٱللَّهُ
আল্লাহ
(is) your Protector
مَوْلَىٰكُمْۖ
তোমাদের অভিভাবক
and He
وَهُوَ
এবং তিনিই
(is the) best
خَيْرُ
উত্তম
(of) the Helpers
ٱلنَّٰصِرِينَ
সাহায্যকারীদের (মধ্যে)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

বরং আল্লাহ্ই তোমাদের অভিভাবক এবং তিনিই সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী।

English Sahih:

But Allah is your protector, and He is the best of helpers.

1 Tafsir Ahsanul Bayaan

আল্লাহই তোমাদের অভিভাবক এবং তিনিই শ্রেষ্ঠ সাহায্যকারী। [১]

[১] পূর্বেও এ বিষয়ে আলোচনা হয়েছে। এখানে আবারও তার পুনরাবৃত্তি করা হচ্ছে। কারণ, উহুদ যুদ্ধের পরাজয়ের সুযোগ গ্রহণ করে কোন কোন কাফের অথবা মুনাফিক মুসলিমদেরকে পরামর্শ দিচ্ছিল যে, তোমরা তোমাদের পূর্বপুরুষদের ধর্মে ফিরে এস। সুতরাং মুসলিমদেরকে বলা হল যে, কাফেরদের আনুগত্য করা হল ধ্বংস ও অনিষ্টের কারণ। সফলতা তো আল্লাহর আনুগত্যের মধ্যেই রয়েছে এবং তাঁর চেয়ে উত্তম কোন সাহায্যকারী নেই।