Skip to main content

اِلَّا عَجُوْزًا فِى الْغٰبِرِيْنَ  ( الصافات: ١٣٥ )

illā
إِلَّا
Except
ব্যতীত
ʿajūzan
عَجُوزًا
an old woman
এক বৃদ্ধাকে (অর্থাৎ তার স্ত্রীকে)
فِى
(was) among
(সে ছিলো) অন্তর্ভুক্ত
l-ghābirīna
ٱلْغَٰبِرِينَ
those who remained behind
পিছনে অবস্থানকারীদের

Illaa 'ajoozan fil ghaabireen (aṣ-Ṣāffāt ৩৭:১৩৫)

English Sahih:

Except an old woman [i.e., his wife] among those who remained [with the evildoers]. (As-Saffat [37] : 135)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

এক বৃদ্ধা ছাড়া- সে ছিল পিছ-পড়াদের একজন। (আস-সাফফাত [৩৭] : ১৩৫)

1 Tafsir Ahsanul Bayaan

কিন্তু উদ্ধার করিনি এক বৃদ্ধাকে, যে ছিল ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। [১]

[১] এর উদ্দেশ্য হল লূত (আঃ)-এর স্ত্রী, সে কাফের ছিল, সে ঈমানদারদের সাথে গ্রাম থেকে বাইরে যায়নি, কারণ নিজ কওমের সাথে ধ্বংস হওয়া তার ভাগ্যেও অবধারিত ছিল। সুতরাং তাকেও ধ্বংস করে দেওয়া হল।