فَتَوَلَّ عَنْهُمْ حَتّٰى حِيْنٍۙ ( الصافات: ١٧٤ )
fatawalla
فَتَوَلَّ
So turn away
সুতরাং উপেক্ষা করো
ʿanhum
عَنْهُمْ
from them
তাদেরকে
ḥattā
حَتَّىٰ
for
পর্যন্ত
ḥīnin
حِينٍ
a time
কিছুকাল
Fatawalla 'anhum hatta heen (aṣ-Ṣāffāt ৩৭:১৭৪)
English Sahih:
So, [O Muhammad], leave them for a time. (As-Saffat [37] : 174)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
কাজেই কিছু সময়ের জন্য তুমি তাদেরকে উপেক্ষা কর। (আস-সাফফাত [৩৭] : ১৭৪)
1 Tafsir Ahsanul Bayaan
অতএব কিছু কালের জন্য তুমি ওদেরকে উপেক্ষা কর।[১]
[১] অর্থাৎ, তাদের কথা ও দেওয়া কষ্টের উপর ধৈর্য ধারণ কর।