Skip to main content

وَقَالُوْا رَبَّنَا عَجِّلْ لَّنَا قِطَّنَا قَبْلَ يَوْمِ الْحِسَابِ  ( ص: ١٦ )

And they say
وَقَالُوا۟
ও তারা বলে
"Our Lord!
رَبَّنَا
"হে আমাদের রব
Hasten
عَجِّل
শীঘ্র দাও
for us
لَّنَا
আমাদের জন্যে
our share
قِطَّنَا
আমাদের পাওনা
before
قَبْلَ
পূর্বেই
(the) Day
يَوْمِ
দিনের
(of) the Account"
ٱلْحِسَابِ
বিচারের"

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

এরা বলে, হে আমাদের প্রতিপালক! হিসাবের দিনের আগেই আমাদের প্রাপ্য (শাস্তি) আমাদেরকে তাড়াতাড়ি দিয়ে দিন।

English Sahih:

And they say, "Our Lord, hasten for us our share [of the punishment] before the Day of Account."

1 Tafsir Ahsanul Bayaan

এরা বলে, ‘হে আমাদের প্রতিপালক! বিচার দিনের পূর্বেই আমাদের প্রাপ্য আমাদেরকে সত্বর দিয়ে দাও!’ [১]

[১] قِطٌ এর অর্থ হলঃ প্রাপ্য অংশ বা ভাগ। এখানে উদ্দেশ্য হল আমলনামা বা প্রাপ্য অংশ। অর্থাৎ, আমাদের আমলনামা অনুযায়ী শাস্তি ও পুরস্কারে আমাদের যা অংশ রয়েছে, তা কিয়ামত আসার পূর্বে এখানেই আমাদেরকে দিয়ে দাও। এটা সত্যই يَسْتَعْجِلُوْنَكَ بِالْعَذَابِ 'তারা তোমাকে শাস্তি তরান্বিত করতে বলে'এর মত কথা। এই কথাটি তারা কিয়ামত সংঘটিত হওয়া অসম্ভব ভেবে ঠাট্টা ও বিদ্রূপ স্বরূপ বলে।