وَمَا خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا لٰعِبِيْنَ ( الدخان: ٣٨ )
And not
وَمَا
এবং না
We created
خَلَقْنَا
আমরা সৃষ্টি করেছি
the heavens
ٱلسَّمَٰوَٰتِ
আকাশকে
and the earth
وَٱلْأَرْضَ
ও পৃথিবীকে
and whatever
وَمَا
এবং যা কিছু
(is) between them
بَيْنَهُمَا
উভয়ের মাঝে আছে
(in) play
لَٰعِبِينَ
খেলাচ্ছলে
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
আমি আকাশ, যমীন আর এদের মাঝে যা আছে সে সব খেল-তামাশার ফলে সৃষ্টি করিনি।
English Sahih:
And We did not create the heavens and earth and that between them in play.
1 Tafsir Ahsanul Bayaan
আমি আকাশমন্ডলী ও পৃথিবী এবং ওদের মধ্যে কোন কিছুই খেলাচ্ছলে সৃষ্টি করিনি; [১]
[১] এই বিষয়টাই ইতিপূর্বে সূরা স্বাদ-এর ৩৮;২৭ নং, সূরা মু'মিনূন ২৩;১১৫-১১৬ নং এবং সূরা হিজর ১৫;৮৫ নং ইত্যাদি আয়াতে বর্ণনা করা হয়েছে।