Skip to main content

اِنَّ اللّٰهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِيْنُ   ( الذاريات: ٥٨ )

Indeed
إِنَّ
নিশ্চয়ই
Allah
ٱللَّهَ
আল্লাহ
He
هُوَ
তিনিই
(is) the All-Provider
ٱلرَّزَّاقُ
রিযকদাতা
Possessor
ذُو
আছে
(of) Power
ٱلْقُوَّةِ
শক্তিসম্পন্ন
the Strong
ٱلْمَتِينُ
প্রবল পরাক্রান্ত

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আল্লাহই তো রিযকদাতা, মহা শক্তিধর, প্রবল পরাক্রান্ত।

English Sahih:

Indeed, it is Allah who is the [continual] Provider, the firm possessor of strength.

1 Tafsir Ahsanul Bayaan

নিশ্চয় আল্লাহ; তিনিই রুযীদাতা, প্রবল পরাক্রান্ত।