Skip to main content

يَوْمَ يُدَعُّوْنَ اِلٰى نَارِ جَهَنَّمَ دَعًّاۗ  ( الطور: ١٣ )

(The) Day
يَوْمَ
সেদিন
they will be thrust
يُدَعُّونَ
তাদেরকে ধাক্কা দেওয়া হবে
(in)to
إِلَىٰ
দিকে
(the) Fire
نَارِ
আগুনের
(of) Hell
جَهَنَّمَ
জাহান্নামের
(with) a thrust
دَعًّا
জোর ধাক্কা

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

যেদিন তাদেরকে জাহান্নামের আগুনের দিকে তাড়িয়ে নেয়া হবে ধাক্কাতে ধাক্কাতে,

English Sahih:

The Day they are thrust toward the fire of Hell with a [violent] thrust, [its angels will say],

1 Tafsir Ahsanul Bayaan

সেদিন তাদেরকে ধাক্কা মারতে মারতে[১] নিয়ে যাওয়া হবে জাহান্নামের আগুনের দিকে।

[১] الدَّعَّ এর অর্থ হল অত্যন্ত জোরে ধাক্কা দেওয়া।