Skip to main content

وَّالْبَيْتِ الْمَعْمُوْرِۙ   ( الطور: ٤ )

By the House
وَٱلْبَيْتِ
এবং (শপথ) ঘরের
frequented
ٱلْمَعْمُورِ
চির আবাদ

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

শপথ বেশি বেশি আবাদকৃত ঘরের,

English Sahih:

And [by] the frequented House

1 Tafsir Ahsanul Bayaan

শপথ বায়তুল মা’মূরের, [১]

[১] 'বায়তে মা'মূর' হল সপ্তম আকাশে অবস্থিত সেই ইবাদতখানা, যেখানে ফিরিশতাগণ ইবাদত করেন। এই ইবাদতখানা ফিরিশতাবর্গ দ্বারা এমনভাবে পরিপূর্ণ হয়ে থাকে যে, প্রত্যহ এতে সত্তর হাজার করে ফিরিশতা ইবাদতের জন্য প্রবেশ করেন। যাঁদের কিয়ামত পর্যন্ত পুনরায় প্রবেশের পালা আসবে না। আর এ কথা মি'রাজের ব্যাপারে বর্ণিত হাদীসগুলোতে বলা হয়েছে। কেউ কেউ 'বায়তে মা'মূর' বলতে 'কা'বা-ঘর' বুঝিয়েছেন। যে ঘর ইবাদতের জন্য আগমনকারী মানুষ দ্বারা সর্বদা পরিপূর্ণ থাকে। 'মা'মূর' শব্দটির অর্থই হচ্ছে আবাদ ও পরিপূর্ণ।