Skip to main content

সূরা আন-নাজম শ্লোক 4

إِنْ
নয়
هُوَ
তা
إِلَّا
এছাড়া
وَحْىٌ
ওহী
يُوحَىٰ
অবতীর্ণ করা হয় (যা)

তাফসীর তাইসীরুল কুরআন:

তাতো ওয়াহী যা তার প্রতি প্রত্যাদেশ করা হয়,

1 আহসানুল বায়ান | Tafsir Ahsanul Bayaan

তা তো অহী, যা তার প্রতি প্রত্যাদেশ হয়। [১]

[১] অর্থাৎ, তিনি পথভ্রষ্ট বা বিপথগামী কি করে হতে পারেন?! তিনি তো আল্লাহর প্রত্যাদেশ ছাড়া মুখই খুলেন না। এমনকি রহস্য ও হাসি-ঠাট্টার সময়ও তাঁর পবিত্র জবান থেকে সত্য ছাড়া অন্য কিছু বের হয় না (তিরমিযীঃ বির্র্ অধ্যায়) অনুরূপ ক্রোধের সময়ও তাঁর স্বীয় আবেগ ও উত্তেজনার উপর এত নিয়ন্ত্রণ ছিল যে, তাঁর জবান থেকে কোন কথা বাস্তবের বিপরীত বের হয়নি। (আবূ দাউদঃ শিক্ষা অধ্যায়)

2 আবু বকর মুহাম্মাদ যাকারিয়া | Tafsir Abu Bakr Zakaria

তাতো কেবল ওহী, যা তার প্রতি ওহীরূপে প্রেরিত হয়,

3 আল-বায়ান ফাউন্ডেশন | Tafsir Bayaan Foundation

তাতো কেবল ওহী, যা তার প্রতি ওহীরূপে প্রেরণ করা হয়।

4 মুহিউদ্দীন খান | Muhiuddin Khan

কোরআন ওহী, যা প্রত্যাদেশ হয়।

5 জহুরুল হক | Zohurul Hoque

এইখানা প্রত্যাদিষ্ট হওয়া প্রত্যাদেশবাণী বৈ তো নয়, --