Skip to main content

فَفَتَحْنَآ اَبْوَابَ السَّمَاۤءِ بِمَاۤءٍ مُّنْهَمِرٍۖ   ( القمر: ١١ )

So We opened
فَفَتَحْنَآ
তখন আমরা খুলে দিয়েছিলাম
(the) gates
أَبْوَٰبَ
দরজাগুলোকে
(of) heaven
ٱلسَّمَآءِ
আকাশের
with water
بِمَآءٍ
বৃষ্টি দ্বারা
pouring down
مُّنْهَمِرٍ
মুষলধারে

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তখন আমি আকাশের দরজাগুলো খুলে দিয়ে মুষলধারায় বৃষ্টি বর্ষিয়েছিলাম।

English Sahih:

Then We opened the gates of the heaven with rain pouring down

1 Tafsir Ahsanul Bayaan

ফলে প্রবল বৃষ্টি বর্ষণ দ্বারা আমি আকাশের দরজাসমূহ খুলে দিলাম। [১]

[১] مُنْهَمِرٌ এর অর্থ অধিক বা প্রবল। هَمْرٌ ব্যবহার হয় صَبٌّ (বয়ে যাওয়া)এর অর্থে। বলা হয় যে, চল্লিশ দিন পর্যন্ত একটানা অতি প্রবল বৃষ্টি হতে থাকে।