Skip to main content

আল ওয়াক্বিয়া শ্লোক ৮৪

وَاَنْتُمْ حِيْنَىِٕذٍ تَنْظُرُوْنَۙ   ( الواقعة: ٨٤ )

And you
وَأَنتُمْ
এবং তোমরা
(at) that time
حِينَئِذٍ
সে সময়
look on
تَنظُرُونَ
তাকিয়ে থাকবে

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আর তোমরা তাকিয়ে তাকিয়ে দেখ,

English Sahih:

And you are at that time looking on –

1 Tafsir Ahsanul Bayaan

এবং তখন তোমরা তাকিয়ে থাক।[১]

[১] অর্থাৎ, আত্মাকে বের হতে দেখ, কিন্তু তা রোধ করার অথবা কোন উপকার করার ক্ষমতা রাখ না।