Then why do you not, if you are not to be recompensed,
1 Tafsir Ahsanul Bayaan
তোমরা যদি কর্তৃত্বাধীন না হও,
2 Tafsir Abu Bakr Zakaria
অতঃপর যদি তোমারা হিসাব নিকাশ ও প্রতিফলের সম্মুখীন না হও [১],
[১] مَدِيْنِيْنَ শব্দের এক অর্থ, হিসাব নিকাশের অধীন। কারণ, তারা মৃত্যুর পর হিসাব দেয়ার বিষয়টি অস্বীকার করত। [তাবারী] অপর অর্থ, পুনরুখিত হওয়া। যদি তোমরা পুনরুখিত না হওয়ার থাক, তবে রূহ ফেরত নিয়ে আস না কেন? [তাবারী] অপর অর্থ, প্রতিফল দেয়া। অর্থাৎ যদি তোমাদেরকে তোমাদের কাজের প্রতিফল না দিতে হয়, তবে তোমাদের রূহকে ফিরিয়ে নিয়ে আস না কেন? এ অর্থকে ইমাম তাবারী প্রাধান্য দিয়েছেন। কারও অধীন থাকা। অর্থাৎ যদি তোমরা কারও অধীন না থাক, কারও কর্তৃত্ব যদি তোমাদের উপর কার্যকর না থাকে, তবে তোমরা কেন তোমাদের রূহকে দেহে ফিরিয়ে আনতে সক্ষম হও না? [ইবন কাসীর; ফাতহুল কাদীর]
3 Tafsir Bayaan Foundation
তোমাদের যদি প্রতিফল দেয়া না হয়, তাহলে তোমরা কেন
4 Muhiuddin Khan
যদি তোমাদের হিসাব-কিতাব না হওয়াই ঠিক হয়,
5 Zohurul Hoque
যদি তোমরা আজ্ঞাধীন না হয়ে থাক তবে কেন তোমরা পার না --