مَّنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ اَثِيْمٍۙ ( القلم: ١٢ )
A preventer
مَّنَّاعٍ
প্রতিবন্ধক,
of (the) good
لِّلْخَيْرِ
কল্যানের জন্য
transgressor
مُعْتَدٍ
সীমালংঘণকারী,
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
যে ভাল কাজে বাধা দেয়, সীমালঙ্ঘনকারী, পাপিষ্ঠ,
English Sahih:
A preventer of good, transgressing and sinful,
1 Tafsir Ahsanul Bayaan
যে কল্যাণের কাজে বাধাদান করে, যে সীমালংঘনকারী, পাপিষ্ঠ।
2 Tafsir Abu Bakr Zakaria
কল্যাণের কাজে বাধা দানকারী, সীমালঙ্ঘনকারী, পাপিষ্ঠ,
3 Tafsir Bayaan Foundation
ভাল কাজে বাধাদানকারী, সীমালঙ্ঘনকারী অপরাধী,
4 Muhiuddin Khan
যে ভাল কাজে বাধা দেয়, সে সীমালংঘন করে, সে পাপিষ্ঠ,
5 Zohurul Hoque
ভালোকাজে নিষেধকারীর, সীমালংঘনকারীর পাপাচারীর, --
- القرآن الكريم - القلم٦٨ :١٢
Al-Qalam 68:12