Skip to main content

আল হাক্বক্বাহ শ্লোক ৩৬

وَّلَا طَعَامٌ اِلَّا مِنْ غِسْلِيْنٍۙ  ( الحاقة: ٣٦ )

And not
وَلَا
এবং না
any food
طَعَامٌ
খাবার
except
إِلَّا
ছাড়া
from
مِنْ
থেকে
(the) discharge of wounds
غِسْلِينٍ
ক্ষতনিংস্রিত রস

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

ক্ষত হতে পড়া পুঁজ ছাড়া কোন খাদ্য নেই,

English Sahih:

Nor any food except from the discharge of wounds;

1 Tafsir Ahsanul Bayaan

এবং কোন খাদ্য থাকবে না ক্ষতনিঃসৃত পুঁজ ব্যতীত। [১]

[১] কেউ কেউ বলেন, 'গিসলীন' হল জাহান্নামের কোন গাছের নাম। আবার কেউ বলেন, যাক্কুমকেই এখানে 'গিসলীন' বলা হয়েছে। আবার কিছু সংখ্যক উলামা বলেন, এটা হল জাহান্নামীদের ক্ষতনিঃসৃত পুঁজ অথবা তাদের দেহ থেকে নির্গত রক্ত এবং দুর্গন্ধময় পানি। أَعَاذََنَا اللهُ مِنْهُ।