Skip to main content

اِنَّ وَلِيِّ َۧ اللّٰهُ الَّذِيْ نَزَّلَ الْكِتٰبَۖ وَهُوَ يَتَوَلَّى الصّٰلِحِيْنَ  ( الأعراف: ١٩٦ )

Indeed
إِنَّ
নিশ্চয়ই
my protector
وَلِۦِّىَ
আমার অভিভাবক
(is) Allah
ٱللَّهُ
আল্লাহ
the One Who
ٱلَّذِى
যিনি
revealed
نَزَّلَ
অবতীর্ণ করেছেন
the Book
ٱلْكِتَٰبَۖ
কিতাব
And He
وَهُوَ
এবং তিনি
protects
يَتَوَلَّى
অভিভাবকত্ব করেন
the righteous
ٱلصَّٰلِحِينَ
সৎকর্মশীলদের

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আল্লাহই হলেন আমার অভিভাবক যিনি কিতাব অবতীর্ণ করেছেন, আর তিনিই সৎকর্মশীলদের অভিভাবকত্ব করে থাকেন।

English Sahih:

Indeed, my protector is Allah, who has sent down the Book; and He is an ally to the righteous.

1 Tafsir Ahsanul Bayaan

নিশ্চয়ই আমার অভিভাবক আল্লাহ যিনি কিতাব অবতীর্ণ করেছেন এবং তিনিই সৎকর্মপরায়ণদের অভিভাবকত্ব করে থাকেন।’