Skip to main content

وَاَمَّا الْقَاسِطُوْنَ فَكَانُوْا لِجَهَنَّمَ حَطَبًاۙ  ( الجن: ١٥ )

And as for
وَأَمَّا
অপরপক্ষে
the unjust
ٱلْقَٰسِطُونَ
সত্য বিমুখরা
they will be
فَكَانُوا۟
তারা অতঃপর হলো
for Hell
لِجَهَنَّمَ
জাহান্নামের জন্য
firewood"
حَطَبًا
ইন্ধন"

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আর যারা অন্যায়কারী তারা জাহান্নামের ইন্ধন।

English Sahih:

But as for the unjust, they will be, for Hell, firewood.'

1 Tafsir Ahsanul Bayaan

অপরপক্ষে সীমালংঘনকারীরা তো জাহান্নামেরই ইন্ধন।’[১]

[১] এ থেকে জানা গেল যে, মানুষের মত জ্বিনরাও জাহান্নাম এবং জান্নাত দু'টিতেই প্রবেশকারী হবে। এদের মধ্যে যে কাফের সে জাহান্নামে যাবে এবং মুসলিম জান্নাতে যাবে। (মাটির সৃষ্টি মানুষ যেমন মাটির আঘাতে কষ্ট পায়, তেমনি আগুনের সৃষ্টি জ্বিন জাহান্নামের আগুনে কষ্ট পাবে।) এখান থেকে জ্বিনদের কথা শেষ হল। এবার আল্লাহর কথা শুরু হচ্ছে।