Skip to main content

আল মুদ্দাসসির শ্লোক ১৫

ثُمَّ يَطْمَعُ اَنْ اَزِيْدَۙ   ( المدثر: ١٥ )

Then
ثُمَّ
এরপর
he desires
يَطْمَعُ
লালসা সে করে
that
أَنْ
যে
I (should) add more
أَزِيدَ
অধিক দিব আমি

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

এর পরও সে লোভ করে যে, আমি তাকে আরো দেই।

English Sahih:

Then he desires that I should add more.

1 Tafsir Ahsanul Bayaan

এরপরও সে কামনা করে যে, আমি তাকে আরো অধিক দিই।[১]

[১] অর্থাৎ, কুফরী ও অবাধ্যতা করা সত্ত্বেও সে চায় যে, তাকে আমি আরো অধিক দিই।