Skip to main content

ثُمَّ اَدْبَرَ وَاسْتَكْبَرَۙ   ( المدثر: ٢٣ )

thumma
ثُمَّ
Then
এরপর
adbara
أَدْبَرَ
he turned back
সে ফিরল
wa-is'takbara
وَٱسْتَكْبَرَ
and was proud
এবং অহংকার করল

Summaa adbara wastakbar (al-Muddathir ৭৪:২৩)

English Sahih:

Then he turned back and was arrogant (Al-Muddaththir [74] : 23)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তারপর সে পিছনে ফিরল আর অহংকার করল। (আল মুদ্দাসসির [৭৪] : ২৩)

1 Tafsir Ahsanul Bayaan

অতঃপর সে পিছনে ফিরল এবং দম্ভ প্রকাশ করল। [১]

[১] অর্থাৎ, সত্য থেকে মুখ ফিরিয়ে নিল এবং ঈমান আনার ব্যাপারে অহংকার প্রদর্শন করল।