Skip to main content

আল মুদ্দাসসির শ্লোক ৪৯

فَمَا لَهُمْ عَنِ التَّذْكِرَةِ مُعْرِضِيْنَۙ  ( المدثر: ٤٩ )

Then what
فَمَا
অতঃপর
(is) for them
لَهُمْ
তাদের হয়েছে কি
(that) from
عَنِ
থেকে
the Reminder
ٱلتَّذْكِرَةِ
নসীহত
they (are) turning away
مُعْرِضِينَ
মুখ ফিরিয়ে নেয়

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তাদের হয়েছে কী যে তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে?

English Sahih:

Then what is [the matter] with them that they are, from the reminder, turning away.

1 Tafsir Ahsanul Bayaan

তাদের কী হয়েছে যে, তারা উপদেশ (কুরআন) হতে মুখ ফিরিয়ে নেয়?