Skip to main content

وَاِنْ تَوَلَّوْا فَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ مَوْلٰىكُمْ ۗنِعْمَ الْمَوْلٰى وَنِعْمَ النَّصِيْرُ ۔  ( الأنفال: ٤٠ )

And if
وَإِن
এবং যদি
they turn away
تَوَلَّوْا۟
তারা মুখ ফিরিয়ে নেয়
then know
فَٱعْلَمُوٓا۟
তবে তোমরা জেনে রাখো
that
أَنَّ
যে
Allah
ٱللَّهَ
আল্লাহ
(is) your Protector
مَوْلَىٰكُمْۚ
অভিভাবক তোমাদের
Excellent
نِعْمَ
কত উত্তম
(is) the Protector
ٱلْمَوْلَىٰ
অভিভাবক
and Excellent
وَنِعْمَ
ও কত উত্তম
(is) the Helper
ٱلنَّصِيرُ
সাহায্যকারী

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আর তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে জেনে রেখ যে, আল্লাহই তোমাদের অভিভাবক, কতই না উত্তম অভিভাবক! কতই না উত্তম সাহায্যকারী!

English Sahih:

But if they turn away – then know that Allah is your protector. Excellent is the protector, and excellent is the helper.

1 Tafsir Ahsanul Bayaan

আর যদি তারা মুখ ফেরায়[১] তবে জেনে রাখ যে, আল্লাহই তোমাদের অভিভাবক[২] এবং তিনি কত উত্তম অভিভাবক এবং কত উত্তম সাহায্যকারী। [৩]

[১] অর্থাৎ, ইসলাম গ্রহণ না করে এবং কুফরীর ও তোমাদের বিরোধিতার উপর অবিচল থাকে।

[২] তোমাদের শত্রুদের উপর তোমাদের সাহায্যকারী এবং তোমাদের রক্ষক ও হিফাযতকারী।

[৩] সুতরাং সফলকাম সেই হবে, যার অভিভাবক আল্লাহ এবং বিজয় সেই লাভ করবে, যার সাহায্যকারী আল্লাহ।